রাতের সড়কে বৃক্ষটা নির্বাক দেখে
জোৎস্নার বস্ত্রহীন লাশ,
আবেগের রুমাল বেঁধে বিবেকের চোখে
সকাল বলে এ লজ্জা কার?
সভ্যতার দু’তলার ফ্ল্যাটে
নির্লজ্জ ভদ্রতার বসবাস,
সত্যের ধার নেই ঠোঁটে
কলঙ্কে শহর একাকার।
পতাকার কলার টেনে
প্রশ্ন করে লাভ কি আর?
কাকের সাথে চুক্তি হয় ধানে
সমস্ত দোষ কাকতাড়ুয়ার।
দেশটা আজ নর্তকীর সাজে
চিতার কাষ্ঠে বসে খুজে দিয়াশলাই,
সততা আজ ক্লান্ত প্রাপ্তির ঝাঁজে
আদর্শলিপি নিখোঁজ নিষ্ঠার পাঠশালায়।
বাকরুদ্ধ দেশ চিৎকার করে বলে,
হে বাঙালী এ লজ্জা কার?
সাহেদ আহামেদ
বুধবার রাত ০৮:৪০ মিনিট
২৪ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ
০৯ অক্টোবর ২০১৯ খ্রিস্টাব্দ
ইসমাইলের চায়ের দোকান,
ইমাম বাড়ি সড়ক আগানগর কাঠুরিয়া,
কেরানীগঞ্জ ঢাকা বাংলাদেশ।