স্বাধীনতা নিয়ে লিখতে গিয়ে
আমি ভাবি রাত দিন
আজকের দিনে এদেশে বসে
আমরা কতটা স্বাধীন?

৭ ই মার্চে রেইস কোর্স এ
বঙ্গবন্ধুর ভাষন
সেই ভাষনে কাঁপিয়ে দিলো
পাক্ নেতাদের আসন।

এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
বজ্রকন্ঠে থাকে
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
বঙ্গবন্ধুর ডাকে।

নয় মাসব‍্যাপী রক্তক্ষয়ী
যুদ্ধের অবশেষে
ত্রিশ লাখ শহীদের রক্তে
এ জমিন গেলো যে ভেসে।

মা বোনদের সম্ভ্রম দিয়ে
স্বাধীনতা পেলো প্রাণ
ভুলে যেওনা এই স্বাধীনতা
ছিলোনা যে কারো দান।

বঙ্গবন্ধু পরম শ্রদ্ধার
সন্মান তাকে দেয়ার
মুক্তিযুদ্ধের অবদান ছিলো
ওসমানী, ভাষানী, জিয়া’র।

স্বাধীনতা নয় সেচ্ছাচারিতা
হও যত বড় বোদ্ধা
সব কিছুতেই থাকতে হবে
অন‍্যের প্রতি শ্রদ্ধা।

রাজনীতিতে নষ্টের ধারা
বহু দিন ধরে চলছে
একে অন‍্যেকে দোষারোপ করে
কতো কথাই না বলছে।

স্বাধীনতা নিয়ে লেখক, কবিরা
কতশত কথা লিখেন
ক্ষমতাসীনরা সেগুলো দেখে
বলুন কতটা শেখেন?

মামলা, হামলা, গুম করে ফেলা
চলছে তা যথারীতি
জনজীবনে কোথায় চলছে
শিষ্টাচার প্রীতি?

ইকবাল হোসেন ভুঁইয়া
৩রা মার্চ, ২০২২ইং

About

Iqbal Bhuiyan

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}