নির্বাসিত সময়টাকে উপভোগ করছি
নিজস্ব ঢং-য়ে আর নিজস্ব ভাবনায়
শব্দকোষ থেকে অনেকটা দূরে
যান্ত্রিক শব্দের অনির্বচনীয় সুধারসে
ডুবে ডুবে কোটি মানুষের নগরে বিমূঢ় আমি -!

এখানে আন্তরিকতাহীন ধাক্কাধাক্কি এবং তা অন্তবিহীন; মুখোমুখি অথচ সবাই বিপরীতমুখী
আকাশছোঁয়ার অবিরাম প্রতিযোগিতা আবার পাতালফুঁড়ে অজস্র জীবনের নিয়মিত বসবাস-

এখানেই ইতিহাস জন্ম নেয়
এখানেই নেতৃত্বের আবাদ হয়
এখানেই কবিদের কল্পনার আসর
এখানেই ভালোবাসা প্রেমের জোয়ার
খুনোখুনি বিরহের বাজার –

ওমিক্রনকে পাশকেটে আধভাঙা চাঁদটাকে
বুকে করে ফুটপাত ধরে যতদূর দৃষ্টি –
নানান আকৃতির, নানান বর্ণের মানুষ আর মানুষ ;
আমিও দূর থেকে আসা ভিখিরি সময়ের
ফেরারি অতিথি এক -!

About

Basob Roy

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}