আজি হতে শত বছর আগে,
এই ধরাধামে জন্ম নিয়েছিলেন
এক মহান তেজদীপ্ত সিংহ পুরুষ।
যার আগমনে প্রকৃতি নুতন সাজে,
নুতন রূপে, সাজিয়েছিল নিজেকে।
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল,
মহাকালের, মহানুভব,দীপ্তমান
ব্যক্তির আগমন বার্তা।
মহাকালের সেই মহা পুরুষ আর কেউ নন
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী
যিনি স্বাধীনতার আস্বাদন দিয়েছিলেন
দেশ মাতৃকার প্রতি ভালবাসা
অনুভবে জাগিয়ে তুলেছিলেন,
সেই উজ্জ্বল নক্ষত্র জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে
জানাই কোটি মানুষের সালাম।
আমি হিমালয় দেখিনি, দেখিনি প্রশান্ত মহাসাগর
দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।
আমি সমুদ্রের উত্তাল ঢেউ দেখিনি
দেখেছি লাখো জনতার স্রোত
রেসকোর্স ময়দানের জনসভায়।
সেই সাহসী যোদ্ধা
দেশ মাতৃকার প্রতি অগাধ ভালবাসার
প্রতিফলিত রূপকার,
জাতির পিতা,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
শুভ জন্মদিনের অভিবাদন জানাতে
আজো প্রকৃতি নুতন সাজে সজ্জিত।
সমস্ত মসজিদে চলছে কোরআন তেলোয়াত,
উপাসনালয়ে চলছে ত্রিপিটক, গীতাপাঠ
গীর্জার ঢং ঢং ধবনিতে,
শুভেচ্ছার অভিবাদন জানানো হচ্ছে
মসজিদে,মন্দিরে লাখো মানুষ
দু হাত তুলে জাতির পিতার
জয়গানে মুখোরিত, সোচ্চার
আমি স্যালুট জানাই, সেই মহান পুরুষ কে
বিউগল বাজিয়ে,
শত আকাশ বাতি আকাশে উড়িয়ে দিয়ে,
শত তোপধবনি করে
কোটি মানুষকে সঙ্গে নিয়ে বলতে চাই –
শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন
মহান জাতির পিতা –
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান!
স্মরণিকা চৌধুরী
১৭/৩/২২