জীবনে এমন এক সময় আসবে,
যখন শুধু ভালোবাসা নয়,ঘৃণার
জন্যও মানুষকে প্রতিশ্রুতি দিতে
হবে! ভুলে যাবো একদিন আমরা
ঝর্ণার গান শুনেছিলাম! “
সারিসারি গাছের জটলা পেরিয়ে,
উঁচু নীচু পাহাড় ডিঙ্গিয়ে,এক নিমিষে
নেমে এসেছিলাম সমতল ভূমিতে।
একদিন মাথার উপর সূর্যটিকে
মনে হবে বড় একটি পতঙ্গ ! “””
চাঁদকে ছুঁয়ে দেখার ইচ্ছেটা হারিয়ে
যাবে গহীন অন্ধকারে।
হ্যাঁ…. সেই সময় আসন্ন ?
এখন শুধুই ভালোবাসার প্রতিশ্রুতি
দিয়ে জীবনকে সাজানোর সময়! “
আমরণ সমুদ্রের কাছে আত্মসর্মপনের
সময়! সমুদ্রের নীল ঢেউয়ের উপর তাজা
রোদের সুর তরঙ্গের মত বাতাসের
বেগের সাথে পাল্লা দিয়ে প্রমত্ত ঢেউয়ে
নিজেকে শুদ্ধ করা! “””””
একমাত্র এই পথেই জীবনের সব
নিষ্ঠুরতাকে ধূয়ে মুছে নিষ্কলুষিত করার
সময় এসেছে! কেননা জলের দাগে
কোন অশুদ্ধ আচরণ স্হায়ী হয়না!!
তৌহিদা জাহান লিপি
তাং- ১২/১০/২২