আজ আর নয়কো কাব্যিক মহড়া
বলি এক প্রেমময় মিষ্টি গল্প,
লকডাউন দিনলিপি মন বড় আনচান
চল না হারাই একটু………।

হাসিঃ বলে হাসাকে ওগো প্রাণনাথ
চলো না দিগন্তে মিশে মোরা ঝাপটাই!!

হাসিঃ ওগো নাংগা সুরুজ তোমার
খরতাপে মোরা ত্যক্ত -বিত্যক্ত
এই সোনা বরণ অঙ্গ মোর যায় গো জ্বলে!

হাসাঃ ওগো মেঘ তুমি কি অন্তঃদৃস্টিহীন?
প্রিয়ার মোর সোনার বদন পুড়ে তামা প্রায়
সহিতে নাহি পারি,
তোমার ছায়া তলে দাও আশ্রয় দাও।

হাসিঃ ওগো মেঘ তুমি বিদীর্ন হও
বৃষ্টি হ’য়ে ঝরোনা কেন তুমি?
তোমার ঝরো ঝরো ছন্দে আমার
হাসা হবে মূখর!
হবে আন্দোলিত।

হাসাঃ বৃষ্টি ওগো ভিজিয়ে মোদের করোনা ভারী
তবে ডানা যে মোদের উড়ুক্কু
কিভাবে উড়বে দিগন্তে?
দিব পাড়ি।

রোদঃ বলে না-গো যুগলবন্দী প্রেমি
আমি বাষ্প উড়িয়ে হালকা করে দিব!!

বাউরি বাতাসঃ কহে মোর উতলায়
উড়িয়ে চলব তোদের কিসের শংকা?

হিমাদ্রিঃ কহে মোর শীতলতায় হেরিবে
দোঁহের অস্হিরতা!

নীলাদ্রিঃ এর শান্ত নিবীর জল বলে
বাউরি বাতাসে আমি ঝিরিঝিরি ঢেউ,
সে তরঙ্গে ভেসে চলো
ওগো যুগল।

হাসা-হাসিকে বলে……..
সব বৈরীতা দূর করেছে প্রকৃতির মালিক!!

চলো…..
মোরা অবিচল,
পৌছুব মোদের সুখের গন্তব্যে।

হাসা-হাসি চলে অজানার উদ্দেশ্যে
সঙ্গে নিয়ে ডানা ঝাপটানো ভালবাসা!!

ফৌজিয়া সুলতানা
২৪/৮/২০২০ইং

About

Fowjia Sultana

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}