এখন আর লিখতে ইচ্ছে হয় না
কলম আর হাসে না
ডায়রির সাদা পাতাগুলো হয়
হলদেটে আর তামাটে
লেখা আর হয় না আমার।

মনের ভাবনা গুলোয় জং ধরেছে
তবুও আবার লিখতে বসি
বেলা গড়িয়ে যায়, সন্ধ্যা নামে
কলম থেমে যায়
লেখা আর হয় না আমার।

ইচ্ছেরা হারিয়ে যায়
ভাবনা গুলোর ‘পরে কালো মেঘ জমে
স্মৃতির পাতা ভিজে চাপা কান্নায়
এলোমেলো হয় মন
লেখা আর হয় না আমার।

লীনা ফারজানা
৬ই মার্চ, ২০২২ইং

About

লীনা ফারজানা

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}