হারিয়েছি সবকিছু যে
নিঃস্ব হয়েছি আমি।
তাও জানিনা, ছিল কি কিছু
আমার কাছে দামী!
একমুঠো ধুলো,
পরে আছে হৃদ গভীরে..
হয়ে ঘন কালো।
রঙে রাঙানো আঁকবো বলে ছবি,
এনেছি শত রং, যা ছিল সবই।
সাদা কাগজ হয়ে যায় ধূসর,
হবেনা আঁকা আমার রঙিন ঘর।
মাঠের পর মাঠ, চলেছে বহুদূর..
কেন পাইনা শুনতে আমি
সে মধুসুর!
পড়ে রই শিশির বিন্দু হয়ে
দুপুর রোদে যাই শুকিয়ে।
share