February 12, 2022

মানব সভ্যতা

by Tayebur Rahman in POEM0 Comments

ধরণীর বুকে জন্ম নিয়েছি, পেয়েছি এক সভ‍্যতা।
শস‍্য, শ‍্যামল, সুজলা, সুফলা, আর এই মানবতা।
মানব রূপি মুখোশ পড়ে, গায় মোরা মানবতার গান।
ভাগ করেছি, নিজেরাই নিজেকে, কোথায় তার সমাধান?
জাতির নামে কলঙ্কিত মোরা, কোথায় জাতির মান?
মানব জাতিকে করছি ধংস, মুখোশের আডালে যত শয়তান।
আনাথ আশ্রম গড়েছি মোরা, মাতৃ, পিতৃ হীনদের রাখতে সম্মান।
বৃদ্ধাশ্রম গড়েছি, সমাধান মোরা করেছি, এই তো মানব কল‍্যান।
একদিন ছিলাম মোরা নিরস্ত্র, তাই গড়েছি বাহিনী সশস্ত্র।
পোশাক ছিল, গাছের ছাল, পাতা, পশুদের চামড়া, আজ আছে আধুনিক বস্ত্র।
হাট, বাজার, ও বাসস্থান, সবই ছিল জঙ্গল মহল।
গড়েছি মোরা শহর, নগর, হাট বাজার যে শপিংমল।
অন্ধকার ধ‍রণী আজ, আলোকিত জ‍্যোৎস্নায়।
কলুষিত হয়েছি মোরা এই আধুনিক সভ‍্যতায়।
শিক্ষা ছিল গুরুগৃহের আঙিনা, পন্ডিতের পাঠশালায়।
মোরা গড়েছি, স্কুল, কলেজ, বিশ্ববিদ‍্যালয়, পুরাতন স্মৃতি দিয়েছি বিদায়।

তৈয়েবুর রহমান
১২/০২/২০২২

About

Tayebur Rahman

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}