মেঘের নোঙর পড়েছে আজ নীল আকাশের বুকে
মেঘ বালিকা ভেসে বেড়ায় বাতাস ঠুকে ঠুকে।
সাদা মেঘের ভেলায় চড়ে যাবে নাকি বাড়ি
চাঁদের বুড়ি চরকা কেটে বুনছে নতুন শাড়ি।

মেঘের পালকে চাঁদের নোলকে
ঝিকিমিকি তারারা আজ হাসছে
নীল সমুদ্র নীল নিয়ে যে
সারা গায়ে মাখছে।

ভেজা মেঘ আজ তা থৈ
ঝরে পড়বে বলছে
সে খুশিতে নদীটি আজ
খল খলিয়ে হাসছে।

মেঘের নোঙর পড়ছে আজ মেঠো পথের ধারে
কৃষাণীরা নাচ ধরেছে কাজলা দীঘির পাড়ে
ঝমঝমিয়ে বৃষ্টি নাকি পড়বে মাঠে ঘাটে
মেঘের নোঙর বলে গেল হাট বাজারের হাটে।

স্মরণিকা চৌধুরী
১৪/৩/২২ইং দুপুর ১টা

About

Smaranika Chowdhury

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}