মেঘ এসে ছুঁয়ে যায়
উদ্বেল হাওয়ায়
কিছু বলে যায়, কিছু না বলা রেখে যায়
মন হারায়,উদাস অরণ্য বেলায়।

রোদ্দুর এসে ছুঁয়ে যায়
দিয়ে উষ্ণতা বলে যায় জোছনার ঈর্ষার কথা
মন পালায় কোন এক নির্জন অরণ্য বেলায়।

হাওয়া এসে ছুঁয়ে যায়
কানে কানে বলে যায়
তাঁর কথা,
কাঁদায়, হাসায়, ভাসায়,
ভাসে মোহনার গান
খন্ড খন্ড কখনো অখন্ড
যন্ত্রণায়।

সুন্দরতম পৃথিবীতে আসে বসন্ত,
তোমার ছোঁয়ায়
ভেসে ওঠে ক্ষণে অক্ষণে
তোমার মুখচ্ছবি,
নিদ্রাহীন অপেক্ষায়।

আষাঢ়ের শ্রাবণ
হিম কুয়াশায়
ঝর্ণার নিরব চলায়
অপেক্ষা করে প্রিয়তমা
কোন নৈঃশব্দের আলিঙ্গন
কোন বাহুডোরের মৃদু আলাপন
আমার নিঃসঙ্গ বেলায়।

About

Syed Kawsar

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}