আঁধারের নিস্তব্দতা আমার কপাল ছুঁয়ে সুপ্ত ঘাসের বুকে শিশির কণার জন্মদেয়।
আর আমি বৈকুণ্ঠের উইল হাতে দারুণ লুকোচুরি খেলি
জানালার ওপাশে ভেলভেটের রঙে রঙিন আলোর সাথে।

হিমাদ্রির অতলে তলিয়ে যাওয়া পরাবাস্তব কুঠুরীতে উঁকি মেরে চাই
বড়ই আবছা ঠেকে আলো আঁধারির এ খেলা
এ যেন এক চকমকির থলে হাতে বুড়ো যাদুকরের মুচকি হাসির অবয়ব
চেনা সুরের এক অচেনা গান।

খঞ্জনী হাতে বৈষ্ণবের গলায় রুদ্রাক্ষের মালা।
বড় বেসুরো ঠেকে,তবলার তালে দারুন গোলমাল।
আমি একতারার পিছনে ছুটে ছুটে ক্লান্তির মেঘের জলে ডুব সাঁতার খেলতে চাই
ওদিকে অরুনিমার ফেরার সময় হয়ে এলো
আমায় আবির রঙে রাঙাতে দুমুঠো আবির ছিটোয়
আমার হয়ে উঠেনা,জলরঙা সিঁদুরে আমি স্নান করি
আর গোধুলির সনে সাজাই নৈবদ্যের বাসর।

ফরিদা আখ্তার মায়া
২২শে ডিসেম্বর, ২০২১ইং

About

Farida Akhter Maya

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}