প্রশান্ত মহাসাগরের মাঝে
মাঝি হারিয়েছে তার কূল!
যে কম্পাসের আশায়
সে মাঝসাগরে নেমেছিলো,
যদি পথ হারিয়ে যায়, তবে কম্পাস তাকে সঠিক পথ দেখাবে!
কিন্তু,
মাঝি কখনোই ভাবেনি,
যদি কম্পাসের মন খারাপ হয়, কিংবা মাঝির কোন আচরণের কারণে কম্পাস যদি দিকভ্রান্ত হয় ?
তখন কী উপায় হবে??

জীবন তো আর রইবে না, যেখানে একবুক ভালোবাসা তার জন্যে জমানো থাকে !

অপরিনত বয়সের সেই মাঝি,,,
আজ প্রেমের ভেলায়
দুহাত দিয়ে লগি চালায়
আর ভাবে,
একদিন না একদিন সুখ সাগরে ভেলা পৌঁছাবে!!

কামরুজ্জামান খোকন
খুলনা,
১৭.০৭.২০২২

About

Kamruzzaman Khokon

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}