কাশ ফুলেরই পাপড়ি গুলো
উড়িয়ে দিলাম তোমার কাছে
আর একটাবার আয়না প্রিয়
আয়না ফিরে আমার কাছে।

শিমুল তুলার মেঘটি করে
ভাসিয়ে দিলাম তোর আকাশে
আর একটাবার ঝর’না প্রিয়
বৃষ্টি হয়ে এই বুকেতে।

শীত কুয়াশার চাদর খানা
বিছিয়ে দিলাম খুব সকালে
আর একটাবার আয়না প্রিয়
জড়িয়ে নে তুই উম চাদরে।

শরতের ই সন্ধ্যা রাতে
জোছনা ঝরা পূর্ণীমাতে
আর একটাবার আয় না প্রিয়
আমার মনের শুভ্রতাতে।

জোছনার আলো ছড়িয়ে আছে
ঐ রুপালী চাঁদ
আরএকটা বার আয়না প্রিয়
মিটাই মনের স্বাদ।

শীত সকালে সূর্য দিলো
মিষ্টি মুধুর হাসি
আরএকটা বার আয়না প্রিয়
বলবো ভালোবাসি।

ফাগুন ঝরা পাতা হয়ে,
যাও’যে ঝরে এই অবেলায়
আর একটাবার আয়না প্রিয়
সাজাই জীবন নতুন ভেলায়।

About

Hena Akter

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}