সৃষ্টি থেকে আজ অবধি সূর্য পৃথিবীতে আলো দিয়ে আসছে। তবুও মানুষের মন থেকে আঁধার দূরীভূত হচ্ছে না। পাপের পঙ্কিলতায় মানুষ যখন নিমগ্ন, ঠিক তখন কোন এক অদৃশ্য শক্তি এসে মানুষের মনের সকল বাঁধা সরিয়ে আলো বিকিরণ করে অন্তর আলোকিত করতে সচেষ্ট। এই শক্তি যেন এক নতুন সূর্য। যে সূর্য অণুভা ছড়িয়ে নতুন ভোর এনে দিবে সমাজে। সেই ভাবনায় লিখা ‘অণুভা’ নামে এই অণুকাব্যগ্রন্থটি।

মুন্সী মুর্তজা আলী’র রচিত “অণুভা” চিরদিন প্রকাশনীর স্টলে (৬৮ নং) পাওয়া যাবে।

About

কালিকলম

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}