April 28, 2022

পারস্পরিক পথের বিস্তার

by Nazmul Haque Sarker Nadim in POEM0 Comments

সৃষ্টি থেকে শুরু সম্পর্ক
আছে এই ভবে,
থাকবে তাহা জনম জনম
সৃষ্টি যতদিন রবে।

আকাশের সাথে পাতালের সম্পর্ক
মৃত্তিকার সাথে দেহের,
জীবনের সাথে মৃত্যুর সম্পর্ক
যমদূতের সাথে রুহের।

গ্রহীতার সাথে দাতার সম্পর্ক
গ্রহণের সাথে বর্জনের,
আকুঞ্চনের সাথে প্রসারণের সম্পর্ক
চিত্তের সাথে মোহের।

মনের সাথে মননের সম্পর্ক
কর্মণ্যের সাথে কর্মের,
চোরের সাথে রাত্রির সম্পর্ক
দর্শনের সাথে ধর্মের।

অমৃতের সাথে বিষের সম্পর্ক
অম্লের সাথে মধুর,
অলীকের সাথে সত্যাপীরের সম্পর্ক
দেবকুলের সাথে অসুর।

অনুরাগের সাথে বিরাগের সম্পর্ক
আকর্ষণের সাথে বিকর্ষণ,
আকস্মিকের সাথে চিরন্তনের সম্পর্ক
প্রশংসার সাথে প্রহসন।

তিক্ততার সাথে মধুময়ের সম্পর্ক
ভালোবাসার সাথে ঘৃণা,
হাসির সাথে কান্নার সম্পর্ক
জানার সাথে অজানা।

খেতের সাথে ফসলের সম্পর্ক
খরার সাথে বাদলের,
দুর্যোগের সাথে প্রকৃতির সম্পর্ক
গ্রামের সাথে কৃষকের।

দুর্দিনের সাথে সুদিনের সম্পর্ক
সুজনের সাথে দুর্জনের,
দোষের সাথে গুণের সম্পর্ক
মানের সাথে অপমানের।

আবিলের সাথে নির্মলের সম্পর্ক
অচলের সাথে সচল,
আলোর সাথে আঁধারের সম্পর্ক
নিরন্তরের সাথে বিরল।

অস্তমিতের সাথে অনির্বাণের সম্পর্ক
উজ্জ্বলের সাথে ম্লান,
ঐচ্ছিকের সাথে আবশ্যিকের সম্পর্ক
নামাজের সাথে আযান।

গুরুর সাথে শিষ্যের সম্পর্ক
অর্বাচীনের সাথে প্রাচীন,
জোয়ারের সাথে ভাটার সম্পর্ক
ভাটির সাথে উজান।

ক্ষিপ্রের সাথে মন্থরের সম্পর্ক
তেজির সাথে মন্দা,
নরমের সাথে কঠিনের সম্পর্ক
তাতের সাথে ঠাণ্ডা।

শান্তের সাথে দুরন্তের সম্পর্ক
অল্পের সাথে বিস্তর,
তারুণ্যের সাথে বার্ধক্যের সম্পর্ক
ঊষরের সাথে উর্বর।

শালীনের সাথে অশালীনের সম্পর্ক
শুদ্ধের সাথে অশুদ্ধ,
শুন্যের সাথে পূর্ণের সম্পর্ক
স্বাধীনের সাথে রুদ্ধ।

শীতলের সাথে উষ্ণের সম্পর্ক
রোদের সাথে বৃষ্টি,
সন্ধির সাথে বিগ্রহের সম্পর্ক
ধ্বংসের সাথে সৃষ্টি।

ঈর্ষার সাথে প্রীতির সম্পর্ক
তেতোর সাথে মিষ্টি,
আপত্তির সাথে সম্মতির সম্পর্ক
বিরক্তের সাথে সন্তুষ্টি।

আদির সাথে অন্ত্যের সম্পর্ক
অগ্রজের সাথে অনুজ,
অক্ষমের সাথে সক্ষমের সম্পর্ক
বুঝের সাথে অবুঝ।

আর্যের সাথে অনার্যের সম্পর্ক
অবহেলার সাথে কদর,
বাহিরের সাথে অন্তরের সম্পর্ক
আপনের সাথে পর।

অভিশাপের সাথে আশির্বাদের সম্পর্ক
মিত্রতার সাথে বিবাদ,
বিরহের সাথে মিলনের সম্পর্ক
হর্ষের সাথে বিষাদ।

ব্যষ্টির সাথে সমষ্টির সম্পর্ক
সমষ্টির সাথে ফ্যাসাদ,
অগ্রের সাথে পশ্চাতের সম্পর্ক
পশ্চাতের সাথে সাধুবাদ।

সংশয়ের সাথে প্রত্যয়ের সম্পর্ক
সংহতের সাথে বিভক্ত,
সংযুক্তের সাথে বিযুক্তের সম্পর্ক
শুষ্কের সাথে সিক্ত।

উড়ন্তের সাথে পড়ন্তের সম্পর্ক
একূলের সাথে ওকূল,
ঐশ্বর্যের সাথে দারিদ্র্যের সম্পর্ক
প্রতিকুলের সাথে অনুকূল।

একান্নের সাথে পৃথগান্নের সম্পর্ক
একমতের সাথে দ্বিমত,
এপিঠের সাথে ওপিঠের সম্পর্ক
মতভেদের সাথে ঐক্যমত।

সৃষ্টি থেকে পারস্পরিক সম্পর্ক
সর্বেসর্বা করেছেন প্রচলন,
ধ্বংস অবধি থাকবে তাহা
সৃষ্টির মাঝে চিরন্তন।

নাজমুল হক সরকার নাদিম

About

Nazmul Haque Sarker Nadim

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}