বিশাল আকাশ আর বটবৃক্ষ
বক্ষ জুড়িয়া আমার,
আমার-ই তো সমগ্র,
তিনিই অক্ষ।

বৃক্ষ ও আকাশ আর প্রাণ
উদারতা শিখরতা,
শিখড়-ই তো টান,
তাহারই দান।

একদা তাহারি প্রবাহে
পরমে প্রেরিত জঠরে
জগৎ জুড়িয়া তখনই আমি
আলোতে অবগাহিত।

প্রবাহিত আমি
প্রসারিত আমি
আমিত্ব তাহারি নিমিত্ত,
কাল থেকে কালে
এখন বিকালে
শুধু আমি একাকিত্ব।

তবুও পিতা অপরাজিত
আমারই সত্তায়,
পিতা আমাতেই বর্তায়।
এখন আমি পিতার পৈত্রিক।

About

QMA Quorashi

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}