এতটা অকপটে তোমার কাজলে, এলোমেলো চুলে, সুবাসে হারাবো ভাবিনি;
এতটা সহজে তোমার এত কাছাকাছি হবো বুঝিনি।

মনে হাহাকার ছিলো, রোদ, অভিমান, বিরহ, বিষাদ একে একে মুছে গেলো;
তোমার হাসি প্রথম যখন দেখেছিলাম।
হাজার বছরের তৃষ্ণাও কি সেইসাথে ফিরে এলো কিনা, তাই খুটিয়ে খুটিয়ে দেখছিলাম৷

কৃষ্ণচূড়া, পলাশ, শিমুলের বনে, অবাক সোনালু হলদে পাখির মত বলেছিলো;
এখানে এলে সবুজ মন, আরও বেশি সবুজে ভাসে।
সবুজ পাতাদের ফাঁকে যে কয় প্রস্থ রোদের আঁকিবুঁকি
ছিলো,
হৃদয় জুড়িয়ে দিচ্ছিলো অবাক জলছাপে;
সেই ছায়া রোদে মাখামাখি, তোমাকে দেখেছিলাম আমি প্রথম যৌবনে।

About

Kamrul Arefin

Leave a comment

Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}