তুমি রাজহংসী ছিলে
আমি ছিলেম তোমার সখা।
খুব ভোরে বেরিয়ে পড়তাম
দুজন মনের সুখে।
সাঁতার কাঁটতে কাঁটতে বহুদূরে
চলে যেতাম বিলের স্বচ্ছ পানিতে।
ক্লান্তি এলে জিরিয়ে নিতাম খানিকক্ষন
জলের পরে পাখা প্রসারিত করে।
তুমি ডাকতে আমায়
প্রিয় নাম ধরে একটু পরপর
প্রয়োজনে অপ্রয়োজনে।
আমি তোমার চারিপাশে
তৈরী করতাম ভালবাসার বলয়
যেন সেথা নেই কারো প্রবেশাধিকার।
সারাদিন যা পেতাম
ছোট ছোট মাছ,শামুক,ঝিনুক…
ভাগ করে খেতাম দুজন।
দূর দিগন্তে সন্ধ্যার আবছা ছায়া
ফিরিয়ে নিত আমাদের
আপন ঠিকানায়
অপেক্ষায় কাটত প্রহর
নতুন সূর্যোদয়ের।
আবার শুরু হত আমাদের
নতুন পথচলা, সারা দিনমান
যতদিন ছিলে তুমি
একান্ত আমার!
কামরুজ্জামান চুন্নু
১৮/১০/২০২১ ইং