প্রায় দু বছর আগের ঘটনা সকাল থেকে কলে চেষ্টা করে ও ডাক্তারের সিরিয়াল পাচ্ছিলাম না। বাধ্য হয়ে ধানমন্ডি ইবনে সিনায় যেয়ে নিজেই সিরিয়াল করি।

রায়ের বাজার বাংলা সড়ক ভাতিজির বাসায় যাবো রিকশা ডেকে উঠে পড়ি। প্রথম যাচ্ছি বাসা কতদূরে হবে তাও জানি না।

কিছু দূরে যাওয়ার পরে ভাতিজির কাছে কলে শুনে নিলাম কোন রাস্তা দিয়ে যেতে হবে।

রিকশাওয়ালা জানতে চাইলো কোথা থেকে এসেছি।

বরিশালের কথা বলতেই খুশি হয়ে আলাপ শুরু করে দিলো।

আমার বাড়ি ও বরিশাল আপা। আপনার ভাবি ও ঢাকায় আমার সাথেই থাকতো এখানে ভালো লাগে না তাই দেশে চলে গেলো।
আমি ভাবছিলাম উনি আমার ভাবি হোন? মনে হচ্ছে উনি আমাকে কতো চিনেন। সেভাবেই গল্প জুড়ে দিলো দেশের বাড়ির। অনেকটা বিরক্ত হই। ভাতিজি কল দিলো, রিকশাওয়ালা বললো আমাকে দিন আমি কথা বলে জেনে নেই।

অনেক গুলো অলি গলি ঘুরে দু চারজন এর কাছ থেকে জেনে আমাকে পৌঁছে দিলো। ছিলো না কোনো বিরক্তির ছাপ।

হয়তো দেশের লোক তাই বলেই।

আমি ও অনেক খুশি হলাম দশ টাকা বাড়িয়ে দিয়ে এগোলাম।

ভাতিজির সাথে বলতেই হেসে বললো উনার বউ আপনার ভাবী? আমি বললাম এক জেলার মানুষ ভাবীই হবে আমার।

লীনা ফারজানা
১/৮/২০২১ইং

About

লীনা ফারজানা

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}