হে সূর্য তোমার আলোর রশ্মির আলোয়
রাঙিয়ে দাও,এই ধরনীর সকল প্রানের
তরে ,তোমার জাদুর ছোঁয়ায় জেগে উঠে
জগতের সকল প্রনীকূল, হাসি ফুটে
প্রতিটি তরু লতা,বৃক্ষ রাজিতে,অঙ্কুরিত
হয় নবো আলোকে ভালোবাসার বীজ।
পূব আকাশে তুমি উদিত হও ঘন আধার
মারিয়ে তোমার ভালোবাসার ছোঁয়ায় জেগে
উঠে এই পৃথিবীর বুকে অঙ্কুর থেকে নতুন পাতা,
কুড়ি থেকে ফুল , নতুন ফসলে ভরে উঠে
ফসলের মাঠ , সবুজের মাঝে জীবের সমাহার।
হে আলোক ধারা মহান আল্লাহর আশীর্বাদ হয়ে
এই ধরনীতে তুমি করেছো সবুজের আবাদ
জীব কূল আজ বেঁচে আছে , হৃদয় ভরে
নিতেছে শ্বাস প্রশ্বাস , তোমার আবীর ছোঁয়ায়
রাঙিয়ে দেও ভালোবাসার মন।
তোমার আলোর কিরণ ধারণ করে পৃথিবী আজ
আলোকিত, আধার পথে পথ চলতে তোমার
আলোকে করিছি বড়ণ না না ভাবে করেছি
বিকিরণ,তুমি জগতের সকল কাজে সহায়ক
হয়েছো, বেধেছো হে আলোক রশ্মি জীবকূলকে ভালোবাসার বন্ধনে।
সাহানা চৌধুরী
মির্জা সহিদপুর, ওসমানী নগর, সিলেট
১৬/০৩/২০২২ইং