দিগন্ত বিস্তৃত যে ফসলের মাঠ
যে অপরুপ শ্যামলিমা
আমার মুগ্ধ দু’চোখ ,
আমার পূর্বপুরুষের ভিটে
আমার পিতৃভূমি স্বদেশ
বাংলাদেশ।
চরপাতুরিয়া গ্রাম চত্রার কূলে
যেখানে গেঁথে আছে শেকড়
আমার ও আমার পূর্ব পুরুষের।
খুঁজে ফিরি সেখানেই পদচিহ্ন
আমার পিতৃপুরুষের
এই ফসলের মাঠ
জমির আল ধরে তারাও হেটে
গেছে নিজ শেকড়ের সন্ধানে।
হয়ত আমারই মত
মনের ভালোবাসার কথামালায়
নীল আকাশ আর সবুজ শ্যামলিমায় ,
স্বদেশ ভূমিতে শেকড়ের গভীরে
প্রিয় চত্রার উপকূলে
চরপাতুরিয়া গ্রামে।
যেখানে শুয়ে আছে মাটির
গভীরে প্রিয়জন আমার।