March 7, 2022

স্বাধীনতার ডাক

by Shahana Chowdhury in POEM0 Comments

বাংলার আকাশে শত্রুর আনাগোনা
এরই মাঝে এলো সেই কৌশলী
অমৃত বাণীর কবিতা বজ্র কন্ঠে
বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে
জাতির পিতার সেই ভাষণ।

“এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম”
অভিজ্ঞ বঙ্গবন্ধু সেদিন রেসকোর্স এর
ময়দানে অতি কৌশলে সাত কোটি
বাঙালিকে রক্ষা করেছিলেন।

যুদ্ধ পাগল পাকিস্তানি পাকহানাদার বাহিনী
নির্লিপ্ত ভাবে তাকিয়ে ছিল!
বঙ্গ বন্ধু তুমি বাংলার মাটিতে জন্ম নিয়েছিলে
তাই আজ আমরা স্বাধীনতার স্বাদ অনুভব করি,
মুক্ত আকাশে উড়াই স্বাধীনতার লাল সবুজের পতাকা।

বঙ্গ বন্ধু তোমার প্রিয় বাংলার মানুষ আজ ও
তোমাকে খুঁজে ফিরে বাংলার আকাশে বাতাশে
সবুজে শ্যামলে,পালতোলা নৌকার মাঝির কন্ঠে
ভাটিয়ালি গানের সুরে, প্রিয় শেখ মুজিবকে খুঁজে
পাই মোরা ,স্বপ্নের সোনার বাংলার প্রতিটি ঘরে ঘরে।

সাহানা চৌধুরী
মির্জা সহিদপুর, ওসমানী নগর
সিলেট
৭ই মার্চ, ২০২২ইং

About

Shahana Chowdhury

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}