সাথী লাগবে সাথী!
বিকেল বেলা
খেলার ফাকে
দেখতে ছিলে
এই আমাকে
একটু আড়চোখে।
আমিও ছিলাম
মগ্ন তোমায়
হঠাৎ করে
চোখ পরে যায়
তোমার হরিন চোখে।
তখন দূরের ফেরিওয়ালা
হাক দিয়ে যায়
ভাল লাগায়
সাথী লাগবে সা…থী

মুখ ফুটে
বলার চেয়ে
চোখের ভাষায়
হাত ইশারায়
দূর নীলিমায়
দখিন হাওয়ায়
মনের কথা
বলতে পারায়
আনন্দ তো
কম কথা নয়।
নাইবা হলে
চলার সাথি
একটু ছোঁয়া
কম কথা কি
একটু না হয়
থমকে দিলাম
তোমার চলার
ছন্দমধুর গতি।
রাতদুপুরের নির্জনতা
গভীর ঘুমের স্বপ্নিলতা
তারই অবসরে
তারি মাঝে ক্ষনিক তরে
যদি বা মনে পরে-
খুব কি হবে ক্ষতি!!!
সাথি লাগবে সা…থী

About

Kamruzzaman Chunnu

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}