তুমি আমার শব্দে থাকো,
তুমি না হয়, কলমে থাকো,
তুমি আমার কবিতায় থাকো,
আমি বরং, উধাও তুমি’টা থেকে, নিষ্কৃতি পেতে চাই না।
রোজ ভেবে, ভেবে, নতুন শব্দ রচনা করবো,
আকাশে তাকিয়ে, মেঘের ভেলায় তোমার লুকোচুরি খেলা দেখবো,
আর অতীতের তীর হতে, বিষাদের পেয়ালায়, ফু দিয়ে দিয়ে ঠোঁট ভেজাবো,
চোখ বেয়ে পড়া কাজলে, তোমার ছবি আঁকবো।
তুমি যখন কবি, তখন আমি ছবি,
তুমি যখন স্বর্গে বসে আনার খাও,
আমি তখন বন জঙ্গলে, পশুপাখির এটো খাবারে মুখ ডোবাই,
তুমি যখন স্বর্গে বসে, পাখির কুজন শোনো,
আমি তখন ভাবি, মোমবাতিগুলোর, এতো আলো কেন,
তুমি যখন আমায় ভেবে ভালোবাসো,
আমি ভাবি কেন মিছে হাসো,
তুমি যখন আমায় ডাকো, তখন ভাবি তোমার জন্য, এতো আলো ছাড়বো কেন।
চৈত্রের খরা রোদে, যখন মোমবাতি শুকাই,
তখন ভাবি এতো আলো চোখ করবে বুঝি ছাই,
তখন আমি অন্ধ সেজে, রোজ তোমারি গান গাই,
তাইতো, আজও প্রদীপ হাতে তোমায় খুঁজে যাই।
তুমি যখন দুঃখ ভোলাও,
আমি তখন হাসিয়া কাঁদিয়া বলি, এই তবে ভালোবাসি।