March 5, 2022

স্বপ্নপরীর কাব্য

by Kamruzzaman Chunnu in POEM0 Comments

তোমায় যখন প্রথম দেখি
ইচ্ছে নদীর বাঁকে
তখন থেকেই মনটা কেমন-
উদাস হয়ে থাকে।

কোন কাজেই মন বসে না,
পড়ায় নেই ক’মন
কি যে ভাবি সারাবেলা
মন যে উচাটন।

সকাল ,দুপুর, সন্ধ্যা কাটে
যেমন তেমন করে
রাত্রি আমার আর কাটে না
ঘুম পরী যায় মরে।

চোখের কোনে জমছে কালি
আলুথালু কেশ
রাত্রে দেখা স্বপ্নগুলো
রেখে যায় তার রেশ।

এমনি করে লেখাপড়া
উঠল আমার লাটে
চাঁদনী রাতে বসে থাকি
জোড়া দিঘির ঘাটে।

রাত্রি শেষে হলে ফিরি
বুকে তোমার স্মৃতি
সারাটা দিন বাজে মনে
তোমার প্রেমের গীতি।

কামরুজ্জামান চুন্নু
২৭/০৩/২০১৬ ইং

About

Kamruzzaman Chunnu

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}