এই যে আমি আজকাল বড্ড বেশি নীরবতার সাথে করছি বাস…
কুশল জানাবারও নেই অবকাশ…
জানি তুমি বুঝে গেছো,
তাই হয়তো অভিমানে ডাকতেও ভুলে গেছো…
নীরবতার অপরাধে একটা চিঠি লিখে রেখো শাস্তিস্বরুপ,
এখন তো ভিষণ রকম প্রেম করছি নৈশব্দের সাথে,
তাই কৃষ্ণচূড়ার পথ পেরিয়ে যাওয়া হয়নি কদমের বনে…
প্রেম ফুরোলেই আসবো আবার ভালোবাসার আমন্ত্রণে,
অপেক্ষা আমারও খুব অপছন্দের তবে আমি মনতত্ত্বে বিশ্বাসী…
তাই অনুপস্থিতির বিরহ শেখাই মাঝে মাঝে অভ্যাস বশত,
অপেক্ষা ফুরোলে শ্যাওলা দিঘির পাড়ে একরাশ কদমগুচ্ছ
আনতে ভুল করোনা যেনো…

জানোইতো তুমি এলেই প্রাণ ফিরে পাবে আমার সব বরষার গান…
নীরবতার অপরাধে একটা কবিতাও লিখে আনতে পারো আমার জন্য…
জলপাই বিকেল পেড়িয়ে ধুসর কোনো সন্ধ্যায় পড়ে শোনাবে সে কাব্য…
আর আমি হবো একমাত্র মুগ্ধ শ্রোতা…
ভালোবাসার শেকড় এক হৃদয় থেকে আরেক হৃদয়ে ছড়িয়ে গেলেই
সেটা হয়ে যায় ভালোবাসার বৃক্ষ… আর বৃক্ষ থেকে হয় মহীরুহ… তাইনা?
নৈশব্দের সাথে তুমুল প্রেমেও যে তাই তুমিই মিশে থাকো
আমার বৃক্ষ বৃক্ষ প্রেম আর বেহিসেবী ভালোবাসাগুলো সাথে নিয়ে।।

About

Shimu Koli

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}