কৈশোরিক নির্লিপ্ততা নিয়ে এখনো জেগে
শরদিন্দুর জ্যোৎস্না ভরা কুয়াশা ঘেরা রাতে,
শিশির সিক্ত হৃদয়াঙ্গিনায় ঢেউ তোলে
গহীন পারাবার পাড়ি দেয়া ছেড়া পালে,
স্মৃতির সোনালী ফসলের ঢেউ ভাঙ্গা মাঠে
খোঁজে ফিরি ভালোবাসার একটি অবয়ব,
হাড়ভাংগা স্রোতের অলিগলি বেয়ে
হারিয়ে গেছে যে হৃদয়ের সীমানা থেকে।
বাঁশরির সুর তুলে যে স্বপ্নের অন্তরীক্ষে বেঁচেছিলাম
তোমার কাজল কালো চোখের গহনে,
আজও বেঁচে আছি
হয়তো নতুন কোন শ্যামল ভরা পল্লব কাননে,
অনুরাগের সিক্ত ছোটায় কোজাগরী সাঁঝের মায়ায়
বাহুডোরে আবদ্ধ নিষিদ্ধ কামনায়
চৈতী প্রহরের আবেগের খরা লালসার চুম্বন,
অরুন্ধতীর পথ বেয়ে প্রেমের প্রভাতের অরুনাদয়ে
কুয়াশায় ঢাকা পড়ে গেছে চিরতরে।
তুমি বিহনে আমার জীবন
আমি বিরহে তোমার ভুবন
নিয়মের নামাঙ্কিত প্রণয়ের গৎবাঁধা সংলাপ,
শীতের ভোরের যুবতী কলমিলতার মতো
মুহ্যমান যেনো আবেগের উদাস প্রান্তর।
সেই প্রভাতী বাগে শূন্য অঙ্গন পড়ে আছে
তুমি নেই আমি নেই
স্মৃতি নিয়ে আজও কাঁদে
কলি বিহীন হিজল তমালের শূন্য শাখা।
বারান্দায় জ্যোৎস্না এলে
এখনও হৃদয়ে ডেউ ভাঙ্গে পরিযায়ী প্রেম,
যাযাবরি কৈশোরের মধুময় ক্ষনে রোদেশী চুম্বন,
লজ্জানত কিশোরীর মৌনতা,
ফিরিয়ে যদি দিতেন কেহ
না হয় তাহাকেই মেনে নিতাম
ভালোবাসার প্রবাল দ্বীপের সর্দার করে।।।

মারুফ রফি উদ্দিন
৭ই জানুয়ারি ২০২১
রিয়াদ, সৌদি আরব

About

Maruf Rafi Uddin

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}