সমাধি হয় শুধু মৃত্যুর পর এ দেহের
যেখানে অপেক্ষা অনন্ত জীবন,
যে সমাধি মনের হয় নিজ জীবনদ্দশায়
সেখানে তো কেউ রাখে না একগুচ্ছ গোলাপ,
দু’ফোটা অশ্রুজল বা লিখে না কোনো
সমবেদনার প্রেমের সমাধিফলক !
তাই তো মনের সমাধি হয় অন্তর কারবালায়
লোকচক্ষুর অন্তরালে একাকী
চোখের অশ্রুজলে গভীর বেদনায় ।
তাই যখন কোনো সমাধি স্তম্ভের কাছে যাই
মনে মনে ভাবি কেউ কি দেবে
এইরকম একগুচ্ছ ফুল !
বা একফোটা নিরব অশ্রুজল নিরবে নিভৃতে
একাকী মহান অপার সৃষ্টিকর্তার কাছে
একটু দোওয়ায় ও ভালোবাসায় !
আত্মজ ,আত্মজা ,প্রিয়তম বা বন্ধু স্বজন ।
দিগন্ত বিস্তৃত সবুজ সমাধি প্রান্তর
যেখানে শুয়ে আছে সবার অসংখ্য প্রিয়জন।
একটা ,দুটো বা অসংখ্য সমাধিস্তম্ভের পাশে
নানান রঙ বেরঙের ফুল শোভা পায় ,
পরম ভালোবাসায় প্রিয়জনের মনের
আয়নায় অপার কান্নায় ।
আত্মজের হাত ধরে যখন বসে রইলাম
প্রবাসের এই সারি সারি সমাধি ফলকের
কাছে পরম মমতায় ।
মনে পড়লো প্রিয় পিতাকে
যখন গিয়ে দাঁড়াই তার সমাধি ফলকে,
দোওয়া বিধাতার কাছে নিরব অশ্রুজলে
একাকী মনের নিস্তব্ধতায়
গভীর কান্নায় মায়ার বাঁধনে !
নিবেদন করলাম আমার প্রিয় আত্মজকে
সমাধিফলকে এই আমার ,
রেখো কখনও কর্মব্যস্ত অবসরে
মমতায় একগুচ্ছ টিউলিপ
বা লাল গোলাপ।
পরম ভালোবাসার প্রগাঢ় মায়ায়
ভালোবাসায় স্মরণে আমায় ।
দেশে বা প্রবাসে যেখানেই আমার
অন্তিম যাত্রার শেষ আশ্রয়
সমাধিপ্রস্তরে মাটির কায়ায় ।