সকল মানুষ নয় উঁচু নিচু
সমাজে কিছু বিত্তশালী
তাদের সৃষ্টি জাতির বিভেদ
সমাজ নামের কালি।

তাঁরা মানুষের পার্থক্য করে
বানায় জাত প্রথা
বিলাসী জীবন তৈরি করে
উঁচু নিচু তথা।

ঈশ্বর বল ভগবান বল
এক নিয়মে আসে
যাবার সময় যায় চলে
বদলাবে কোন জাতে।

ভাললাগা ভালবাসা জাত প্রথা
বোঝে না প্রেমিক
বিভেদ শুধু ধনী গরিবে
এটাই তার প্রতিক।

অহংকার করে অহংকারী
সম্পদের বিচার করে
পাগল বানায় জীবন খেলায়
ক্ষমতা প্রয়োগ করে।

কামনা বাসনা পূর্ণ করে
পৃথিবী করে কলঙ্কিত
ঘুমের ঘোরে শঙ্কিত দেহ
নিস্তেজ অসুর লুণ্ঠিত।

বানানো খেলা কল্পিত অধ্যায়
রচনা কাল্পনিক ছায়াছবি
ভন্ড প্রতারক ঠাকুর সাজে
সাধারন মানুষের দুর্গতি।

মানুষে মানুষে ভেদাভেদ করে
আপন ভূবন ঘরে
জীবন নৈকা ডুবে গেলে
বংশের ঠাকুর ঘরে।

রাজ সিংহাসন উচ্চ বিত্ত
প্রভু নিজেকে বলে
মানুষ তৈরি করতে পার না
কেমনে প্রভু তাহলে?

কপাল পোড়া মানুষ গুলো
মিথ্যা নিয়ে থাকে
এটা নাকি বংশের হিসাব
নিজেকে ছোট ভাবে।

আফসোস করি জ্ঞানীদের জন্য
জাত প্রথা কেন?
তোমাদের সৃষ্টিকর্তা ভিন্ন আছে
সত্যি বলতে পার?

জাত বংশ মানব সৃষ্টি
খোদার সৃষ্টি নয়
রক্ত মাংসের মানুষ সবে
সাদা কালো বিদায়।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ
ঢাকা, বাংলাদেশ।
তারিখ- ১৯/০২/২০২২, খ্রিস্টাব্দ।

About

Abdullah Al Mahmud

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}