তোমাকে ছাড়াই দিব্যি বেঁচে আছি,
অথচ বহুবার বলেছি তোমাকে-
“তোমাকে ছাড়া বাঁচতে পারব না,
বড় নির্জলা মিথ্যে কথা।
দিনের পর দিন বলে গেছি অনায়াসে, তোমার চোখে ছিল বিশ্বাস,
অথচ তোমাকে ছাড়াই দিব্যি বেঁচে আছি দেখো।

যে জীবন তোমাকে ছাড়া ছিল অর্থহীন,
না দেখা মূহুর্তগুলো ছিল মৃত্যু যন্ত্রণার,
অপেক্ষার সময়ে ছিল দুঃসহ ভার
অথচ তুমি ছাড়া বহুদিন ধরে
আমি কেমন সুখী সুখী কাটাই জীবন।
তোমাকে ছাড়া দিনের আলো ছিল কালো,
জোছনার রাত ছেয়ে যেত অন্ধকারে,
তুমিহীন অঙ্গনে ভুলেও দিতাম না উঁকি,
অথচ আজ তোমাকে ছাড়াই বেশ চলছে।

পাত্রী দেখা চলছে, একা একা কী করে কাটে জীবন, বল!
আমার নতুন পৃথিবী ছেয়ে যাবে
নতুন ফুলের গন্ধে,
জীবনসমুদ্র জোয়ারের পালায় আবার
আমি সাঁতরে পাড়ি দিব মনের সুখে।
জোছনাবিলাসে চাঁদ আমাদের দেবে
অবারিত আলো, নতুন গানে মুখর হবে
নতুন আরেকটি পৃথিবী।
ওখানে তুমি নেই, তোমার স্মৃতি নেই,
তুমি বলতে কিছু থাকবে না,
এমনও হতে পারে কখনও কোন আচমকা ক্ষণে
তোমার স্মৃতির এক চিলতে উঁকি দিয়ে যাবে, নাও হতে পারে
বিস্মৃতির আঁচলে লুকাবে তুমি।

তোমাকে ছাড়া জীবন হয়ে যাবে
মরুভূমি, এ ছিল বড় মিথ্যে,
যে যায় সে যায় অন্য কোথাও,
সব ছেড়ে যায় অন্য ভুবনে।
থেকে যাওয়া প্রত্যেকে নতুন করে সাজায় আপন পৃথিবী
আবার নতুন করে, নতুন স্বপ্ন নিয়ে।

About

রুবি বিনতে মনোয়ার

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}