তোমার জন্যে দিন বা রাতে যায় পুড়ে যায় মন
তোমার জন্যে একটা আকাশ কাঁদছে সারাক্ষণ
তোমার জন্যে বুকের ভিতর কাল-বোশেখির ঝড়
তোমার জন্যে আকাশ জুড়ে মেঘের কড়াৎকড়
তোমার জন্যে উঠোন জুড়ে বাদলা ঝরা দিন
তোমার জন্যে পুষে রাখি অনেক ব্যথার ঋণ
তোমার জন্যে নিয়ম করে পাপড়ি ছুঁয়েছে জল
তোমার জন্যে দুচোখ জুড়ে অশ্রু টলমল
তোমার জন্যে ভাল্লাগেনা উদাস লাগে খুব
তোমার জন্যে খোলা জানলায় দাঁড়িয়ে থাকি চুপ
তোমার জন্যে কৃষ্ণচূড়ার ডালে রক্ত-রঙিন ফুল
তোমার জন্যে এলোমেলো হই সব হয়ে যায় ভুল
তোমার জন্যে বুকের ভিতর হঠাৎই খাঁখাঁ রোদ্দুর
তোমার জন্যে জমিয়ে রেখেছি নোনতা সমুদ্দুর
তোমার জন্যে আজকে আমি আহত এক পাখি
তোমার জন্যে এখনও বুকে স্বপ্ন-ছবি আঁকি
তোমার জন্যে গাল ফুলিয়ে মিছেই অভিমান
তোমার জন্যে খসড়া খাতায় বিষাদ লেখা গান
তোমার জন্যে রোজ সকালে শিশির জমে ঘাসে
তোমার জন্যে হাজার স্মৃতির স্বপ্ন চোখে ভাসে
তোমার জন্যে আনমনা হই উদাস হেঁটে চলা
তোমার জন্যে একলা একাই ভীষণ কথা বলা
তোমার জন্যে মাঝে মাঝেই ঘুম আসেনা রাতে
তোমার জন্যে একটা মন খুব লুকিয়ে কাঁদে
এম.জে.জান্নাতী
১১/৫/২২
সেদিন দুপুর বেলা, বাইরে ঝুম বৃষ্টি, কবিতার চরিত্রটি কাল্পনিক,মন খারাপ আর নিছক ছেলেমানুষী থেকেই লেখা, কেমন হয়েছে জানিনা,লেখালেখিতে আমি অপরিপক্ক, কাঁচা হাতেই লেখা।