October 5, 2022

তুমিহীন শহর

by Shahnaz Parveen in POEM0 Comments

অলিতে গলিতে তল্লাটে মহল্লায়
নিঁখোজ সংবাদ ছড়িয়ে পড়েছে।
পোষ্টার মাইকিং রিকসার বেল
সোশ্যাল মিডিয়াও সরব।
তুমিহীন শহর কল্পনা আর বাস্তবে
কেবল ধূসর মরুভূমি।
যেখানে না থাকে প্রেম
না আছে পিপাসায় জল
না আসে উষ্মতায় নরম বাতাসের মেলা।

একালে বা সেকালে দুজনাতে ন্যূনতম
কয়েকটি মহাসমুদ্র তো পাড়ি দেবার কথা।
চোখে চোখ রাখা সাইক্লোন ঝড় বন্যা
সকলই জ্য় করবার হয় নেশা!
অথচ আমি এখন শুষ্ক মরুর বুকে
ক্যাকটাস দৃষ্টিতে দিনের বেলাতেও রাত্রি এঁকে চলি॥

About

Shahnaz Parveen

Leave a comment

Your email address will not be published. Required fields are marked

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}