March 25, 2022

আমার ফুলদানি

by Rupa Mozammel in POEM0 Comments

আমার কাচেঁর ফুলদানিটা
পড়ে আছে একাকী।
মাঝে মাঝে আনমনা হয়ে,
অপলক তাকিয়ে থাকি।

সাজাবো একদিন তাজা ফুলে,
বাগান থেকে আনবো তা তুলে।
আছে তাতে এখন সাজিয়ে রাখা
কৃত্রিম কিছু ফুল।
দেখে মনে হয় জানাশোনা এক
জীবনের বড় ভুল।

ধুলো পড়ে যায়,
ধুলো মুছে তারে
যতন করে রাখি।
ক্ষনিকের সৌন্দর্য,
দুচোখ ভরে দেখি।

একদিন সে হাত থেকে পড়ে
হয়ে গেলো চুরমার!
সুগন্ধ ভরা তাজা ফুলে তাকে
সাজানো হলোনা আর।

আবর্জনা হয়েছে আজ
সাজানো ছিল যা,
দেহ থেকে প্রাণ চলে গেলে যে
আমিও হবো তা।

রূপা মোজাম্মেল

About

Rupa Mozammel

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}