তোমার ঐ ভূবন ভোলানো
হাসির আবাহনে
আমি হারাতে চাই,
অদেখা এখনো তুমি
যদিও অনেক দূর
তবু বাস্তবে দেখতে চাই।

তোমাকে কাছে যাবো
তোমার সফরসঙ্গী হবো
বেড়াবো প্রকৃতির ছায়ায়,
দুজনে হাতে হাত রেখে
নিরিবিলি নির্জন প্রকৃতিতে
মিশবো তোমার মায়ায়।

ইচ্ছেরা মেলছে ডানা
তোমার সাহচর্য পেতে
বলবো সব না বলা কথা,
দুজনে সঙ্গোপনে
আবৃত্তি কবিতা গানে
ভাঙ্গবে সকল নিরবতা।

নির্জন তেপান্তরে দুজন
পাখীদের কলকাকলির মাঝে
হাটবো দুজন পাশাপাশি,
প্রকৃতির সবুজ সৌন্দর্য মাঝে
তোমার সৌন্দর্যের রঙ্গ দিয়ে
আঁকবো তোমাকে দিবানিশী।

জানিনা সেই ইচ্ছে
হবে কি পূরণ
তোমার সংস্পর্শ কামনা,
তোমার বিরক্তির কারন
এখন হয়তো আমি
তবুও দু চোখে স্বপ্নরচনা।

~বিশ্বজিৎ চক্রবর্তী
১৫ই সেপ্টেম্বর, ২০২১ইং

About

Bishwajit Chakraborty

{"email":"Email address invalid","url":"Website address invalid","required":"Required field missing"}